রমজানে যেসব আমল করা জরুরি

বছরের সবচেয়ে উত্তম মাস রমজান। এই মাস মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদের প্রতি বিশেষ অনুকম্পা ও নিয়ামত। এই মাসে অধিক পরিমাণে আমলের মাধ্যমে বিপুল সওয়াব অর্জন ও নেকি লাভের সুবর্ণ সুযোগ রয়েছে।
মাহে রমজান মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্ত্বের শিক্ষা দেয়। কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান-সদকা করলে অভাবক্লিষ্ট মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়।



রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবকুলের মধ্যে সর্বাধিক উদার ও দানশীল ছিলেন। রমজান মাসে যখন হজরত জিব্রাইল (আ.) নিয়মিত আসতে শুরু করতেন, তখন তার দানশীলতা বহুগুণ বেড়ে যেত। (বুখারি)

এক. রমজানে প্রতিটি ভালো কাজের নেকি ৭০ গুণ বৃদ্ধি পাওয়ার কারণে এ মাসে যত বেশি দান-সদকা করা যাবে, তা বহুগুণে বৃদ্ধি পাবে। রাসুলুল্লাহ (স.) তার প্রিয় উম্মতকে রমজান মাসে বেশি পরিমাণে দান করতে উৎসাহিত করতেন।

দুই. ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মাসজিদে অবস্থান করা। এটি একটি বিরাট সাওয়াবের কাজ। এ বিষয়ে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ফজর জামাআত আদায় করার পর সূর্য উদয় পর্যন্ত মাসজিদে অবস্থান করবে, অতঃপর দুই রাকাআত সালাত আদায় করবে, সে পরিপূর্ণ হাজ্জ ও উমারাহ করার প্রতিদান পাবে। (তিরমিজি, হাদিস : ৫৮৬)

তিন. আত্মীয়তার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তা রক্ষা করাও একটি ইবাদাত। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন: ‘‘আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চাও। আরও তাকওয়া অবলম্বন কর রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। (সুরা আন-নিসা, আয়াত : ০১)

আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘সালাম বিমিয়ের মাধ্যমে হলেও আত্নীয়তার সম্পর্ক তরতাজা রাখ।’ (সহিহ কুনুযুস সুন্নাহ আন-নবওয়িয়্যাহ : ১৩)

চার. রমজান মাসে লোকদের খাওয়ানো, বিশেষ করে সিয়াম পালনকারী গরিব, অসহায়কে খাদ্য খাওয়ানো বিরাট সাওয়াবের কাজ । কোরআনে এসেছে, ‘তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দিকে খাদ্য দান করে।’ (সুরা আদ-দাহর, আয়াত : ০৮)

এ বিষয়ে হাদিসে বলা হয়েছে, ‘আবদুল্লাহ ইবন আমর (রা.)মা থেকে বর্ণিত, একজন লোক এসে  রাসুল (সা.)কে জিজ্ঞাসা করলেন, ইসলামে উত্তম কাজ কোনটি? তিনি উত্তরে বললেন, অন্যদেরকে খাবার খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সকলকে সালাম দেওয়া।’ (বুখারি, হাদিস : ১২)

অপর বর্ণনায় বর্ণিত আছে যে, ‘যে কোনো মুমিন কোনো ক্ষুধার্ত মুমিনকে খাওয়াবে, আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন।’ (বাইহাকি, শুআবুল ইমান : ৩০৯৮)

Post Tag: রমজানে আমল, রোজার আমল, রমজানের আগে দোয়া,রমজানে মারা যাওয়ার ফজিলত, রমজানে করণীয়, রমজানের আমল সমূহ, রমজানের ৩০ আমল, রজব মাসের দোয়া, রমজানের দোয়া সমূহ , ইসলামিক উক্তি, সেরা ইসলামিক উক্তি

No comments:

Powered by Blogger.