সাপ্তাহিক চাকরির পত্রিকা সম্পর্কে
বর্তমানে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যার ফলে সকলের দৃষ্টি থাকে চাকরির সার্কুলার এর উপরে। এজন্য সবাই নিত্যনতুন চাকরির বিজ্ঞপ্তি পত্রিকা খুঁজে থাকেন। আর এই পত্রিকাগুলো সপ্তাহে একদিন প্রকাশিত হয়। প্রতি শুক্রবারে এই ব্যাপারগুলি কিনতে পাওয়া যায়। দাম খুবই স্বল্প পরিমাণ ৪ থেকে ৫ টাকা প্রয়োজন হয়। পুরো সপ্তাহের বিজ্ঞপ্তি সংগ্রহ করে একদিনে প্রকাশ করা হয়। এর মধ্যে অনেকগুলো জনপ্রিয় পত্রিকা রয়েছে। যেগুলো প্রচুর পরিমাণে পাঠকগণ ক্রয় করে থাকেন।
জনপ্রিয় সাপ্তাহিক চাকরির পত্রিকা
আমরা নিচে চারটি সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকা সম্পর্কে আলোচনা করব। যারা চাকরি প্রত্যাশী আছেন তারা অবশ্যই নিচের পত্রিকাগুলো জেনে থাকবেন।
সাপ্তাহিক চাকরির ডাক
এরপরে আছে “সাপ্তাহিক চাকরির ডাক” এটি একটি জনপ্রিয় চাকরির পত্রিকা। যার গ্রাহক সংখ্যা আছে প্রচুর। এই চাকরির পত্রিকাটি কালার পেজে প্রিন্ট হওয়ার কারণে এর মূল্য ধরা হয় ৫ টাকা। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটির প্রথম পেজ এবং শেষের পেজ কালার। যার হেডিং গুলো দেখতে অত্যান্ত সুন্দর লাগে।
সাপ্তাহিক চাকরির খবর
উপরের সাপ্তাহিক চাকরির পত্রিকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল “সাপ্তাহিক চাকরির খবর”। এই চাকরির পত্রিকাটির বাংলাদেশে প্রচুর পরিমাণে পাঠক রয়েছে। এবং অনেকে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য চাকরির পত্রিকা হিসাবে গণ্য করে। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটির গ্রাহক সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই পত্রিকাটির মূল্য মাত্র ৪ টাকা। যা বেকার ও চাকরিপ্রার্থী মানুষের জন্য খুবই কম মূল্য।
প্রথম আলো চাকরি বাকরি
চাকরি বাকরি পত্রিকাটি মূলত প্রথম আলোর পত্রিকা। চাকরি বাকরি পত্রিকাটিও অত্যান্ত জনপ্রিয় পত্রিকা। এর পাঠক সংখ্যা একেবারে কম নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকাটি যেহেতু বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর সুতরাং এর জনপ্রিয়তাও কম নয়। “প্রথম আলো চাকরি বাকরি” পত্রিকাটি প্রতি সপ্তাহের শুক্রবারে প্রকাশিত হয়ে থাকে। এটি মূলত অনলাইনেই প্রকাশ হয়ে থাকে। এবং চাকরির সার্কুলার হুবহু এটিতে তুলে ধরা হয়।
সাপ্তাহিক চাকরির সংবাদ
শিক্ষিত বেকার যুবকদের কাছে জায়গা করতে পিছিয়ে নেই “সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা”। যারা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য চাকরির পত্রিকা নিয়ে থাকেন তাদের কাছে এটি একটি জনপ্রিয়। সরকারি-বেসরকারি, কোম্পানি, এনজিও, ব্যক্তিগত সহ নানা প্রকার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে এই পত্রিকাটি। চাকরির পত্রিকা ঠিক মূল্য ধরা হয় ৪ টাকা।






No comments: